মাদরাসাতুল মারওয়াহ বর্তমান সময়ে প্রসিদ্ধ একটি মাদরাসা যা ঢাকা উত্তর সিটির অন্তর্গত পুর্ব আহমদনগর,পশ্চিম মনিপুর মিরপুর-১ এ অবস্থিত।
২০১৮সালের ১লা সেপ্টেম্বর মনিরুদ্দীন মার্কেট, আহমদনগর মিরপুর১ ঢাকায় মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ দেশের স্বনামধন্য ভিন্ন দুটি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ১০ বছরের কর্ম জীবন শেষে যুগোপযোগী শিক্ষার সাথে আমলের সংমিশ্রন ঘটাতে “স্বপ্নের পুণ্যময় পথচলা এখানেই হোক শুরু” স্লোগানে এই মাদরাসা প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকাল থেকে আজ অব্দি তিনি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নিয়োজিত আছেন।
প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠার প্রথম ৩ বছর ধর্মীয় শিক্ষায় প্রি-হিফজ, হিফজুল কুরআন ও জাগতিক শিক্ষায় কিন্ডারগার্টেন (প্লে-৩য়) স্তরে সফলভাবে পরিচালিত করার পর প্রতিষ্ঠার ৪র্থ বর্ষ থেকে শুনানী গ্রুপ,প্রতিযোগীতা গ্রুপ,কিতাব বিভাগ, প্রাথমিক স্তর (প্লে-৫ম) পর্যন্ত উন্নিত করে।
২০২২সনের জুলাই মাসে
ক্বওমি মাদরাসার জাতীয় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত ও আগষ্ট মাসে বৃহত্তর মিরপুরের আঞ্চলিক শিক্ষাবোর্ড ইত্তেফাকুল মাদারিসিল আরাবিয়া মিরপুর এর অন্তর্ভুক্ত হয়।
৪জন শিক্ষার্থী ও একজন শিক্ষক নিয়ে শুরু করা প্রতিষ্ঠানে এখন অধ্যয়নরত শিক্ষার্থী ১৭০+ ও শিক্ষক ও স্টাফ আছেন ২০জন।